হবু বউ বলেছিল ভারতকে না হারালে বিয়ে করবে না’

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

ক্রীড়াঙ্গনে বিচিত্র ঘটনার অভাব নেই। সমর্থকরাও নানা সময়ে সেই উন্মাদনায় যোগ করে ভিন্ন মাত্রা। তেমনই এক ব্যতিক্রমী উদাহরণ দেখা গেল কুমিল্লার সমর্থক মোহাম্মদ আলির ক্ষেত্রে। বাংলাদেশ–ভারত ম্যাচ দেখতে তিনি হাজির হন ঢাকার জাতীয় স্টেডিয়ামে, তবে একেবারে বরের সাজে! মাঠে আসার আগে পরিবারকে দেওয়া শর্তও বেশ রোমাঞ্চকর—ভারতকে হারাতে না পারলে তিনি নাকি বিয়ে করবেন না!

২০০৩ সালে এই স্টেডিয়ামেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে মতিউর মুন্নার গোল্ডেন গোলে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ২২ বছর পর সেই স্মৃতিই যেন ফিরে এল আবার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবার নায়ক শেখ মোরসালিন। ম্যাচের ১২তম মিনিটে তার অসাধারণ গোলেই এগিয়ে যায় বাংলাদেশ, এবং বাকি পুরো সময় লিড ধরে রেখে দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে হামজা–সামিদের দল।

এই জয়ে উচ্ছ্বাসে ভাসছে সারাদেশ। তবে জাতীয় স্টেডিয়ামের পরিবেশ ছিল সম্পূর্ণ উৎসবমুখর। দর্শকেরা ব্যানার–প্ল্যাকার্ড হাতে স্লোগান দিয়েছেন, ভুভুজেলা বাজিয়েছেন, ঢাক–ঢোলের তালে তালে তৈরি করেছেন আলাদা এক আনন্দঘন আবহ। এমন উন্মাদনার মাঝেই যখন বরের সাজে মোহাম্মদ আলি গ্যালারিতে প্রবেশ করেন, তখন তাকে ঘিরে তৈরি হয় বাড়তি হৈচৈ। দর্শকেরা তার সঙ্গে ছবি তোলে, ভিডিও করে এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় সেই ব্যতিক্রমী মুহূর্ত।

বাংলাদেশের ঐতিহাসিক এই জয়ের দিনে সমর্থক মোহাম্মদ আলির বরের সাজ যেন ফুটবলপ্রেমে নতুন এক রঙ যোগ করল।

  • শেয়ার করুন