তারেক রহমানের জন্মদিনে কেক কাটা-আলোচনা সভা বাদ, সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো বা যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের শীর্ষ নেতার জন্মদিন ঘিরে সব ধরনের উৎসবমূলক কার্যক্রম বাদ দিয়ে সারাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ওইদিনের ছাত্রদলের কর্মসূচি প্রকাশ করে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌর ইউনিট ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবশেষে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ উদ্দিন নাছির উদ্দীন নাছির জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা-কর্মীকে উক্ত নির্দেশনা যথাযথভাবে পালন ও ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন পালন উপলক্ষে কেককাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসবে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপি।

এতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।

  • শেয়ার করুন