বাংলাদেশের ম্যাচ সরে গেলে বড় আর্থিক ক্ষতির শঙ্কায় বিসিসিআই

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬

  • শেয়ার করুন

বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তির মুখে ভারতের মাটি থেকে সরে যেতে পারে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো। নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সম্ভাবনা জোরালো হওয়ায় বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কায় পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

২০ দলের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে চারটি করে ম্যাচ। নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশের চার ম্যাচের মধ্যে তিনটিই হওয়ার কথা ছিল কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেনসে এবং একটি ম্যাচ মুম্বাইয়ে। ভাষা ও সংস্কৃতিগত মিলের কারণে পশ্চিমবঙ্গে বাংলাদেশের ম্যাচগুলোতে বরাবরই বিপুল দর্শক সমাগম হয়ে থাকে।

তবে সাম্প্রতিক সময়ে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় বিসিবি ও বাংলাদেশ সরকার কঠোর অবস্থান নিয়েছে বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে ভারতের মাটিতে ম্যাচ খেলতে অনিচ্ছা প্রকাশ করেছে বাংলাদেশ, ঠিক পাকিস্তানের মতো নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে।

জনপ্রিয় ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার–এর হিসাব অনুযায়ী, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরে গেলে শুধু টিকিট বিক্রি থেকেই বিসিসিআইয়ের ক্ষতির পরিমাণ হতে পারে ৭ থেকে ৩০ কোটি ভারতীয় রুপি। এর বাইরে ম্যাচ ডে সারপ্লাস, স্থানীয় স্পন্সরশিপ, হসপিটালিটি ও বাণিজ্যিক কার্যক্রম থেকে আরও বড় অঙ্কের আর্থিক লোকসানের সম্ভাবনা রয়েছে।

তবে এই ক্ষতি আংশিকভাবে পুষিয়ে নেওয়ার সুযোগও হাতে রেখেছে ভারত। বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করা হলে, শ্রীলঙ্কায় নির্ধারিত কিছু ম্যাচ ভারতে স্থানান্তরের পরিকল্পনা করা যেতে পারে। এতে দর্শকদের আগ্রহ যেমন বজায় থাকবে, তেমনি বাণিজ্যিক ক্ষতিও কিছুটা কমানো সম্ভব হবে।

সবশেষে ম্যাচ সূচি ও ভেন্যু সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওপর নির্ভর করছে।

  • শেয়ার করুন