খুলনার ফুলবাড়িগেটে রানা নামে এক যুবক গুলিবিদ্ধ

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার খানজাহান আলী থানার যাব্দিপুর বউ বাজার এলাকায় সন্ত্রাসীদের গুলিতে রানা (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (রাত) আনুমানিক পৌনে আটটার দিকে তাফসীর গাজীর দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রানা (পিতা: হোসেন শেখ, সাং: তেলিগাতি, থানা: আড়ংঘাটা) কে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবর্ষণের পর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি শটগান, এক রাউন্ড গুলি, একটি পিস্তলের গুলির খোসা এবং দুইটি গুলির মাথা উদ্ধার করা হয়।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত জব্দ করে। আহত রানাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার দায়িত্বশীল কর্মকর্তা।

  • শেয়ার করুন