প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে টাইগারদের ম্যাচগুলো আয়োজন করতে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
রোববার পাকিস্তান-ভিত্তিক জিও সুপারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, যদি শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া না যায়, তবে পাকিস্তান বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে পুরোপুরি প্রস্তুত।
পিসিবি সূত্র জানিয়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি এবং নারী ক্রিকেট কোয়ালিফায়ারের মতো বড় ইভেন্ট সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতা তাদের রয়েছে।ফলে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে কোনো নিরাপত্তা ঝুঁকি থাকবে না।
গত ৪ জানুয়ারি খেলোয়াড়দের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই উত্তেজনার সূত্রপাত হয় আইপিএল থেকে তারকা পেসার মোস্তাফিজুর রহমানের রহস্যজনক বিদায়কে কেন্দ্র করে। বিসিবি মনে করছে, চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি ক্রিকেটার যেভাবে ভারত থেকে ফিরে আসতে বাধ্য হয়েছেন, তাতে পুরো জাতীয় দলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষের সাম্প্রদায়িক নীতির প্রেক্ষাপটে আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমাদের ক্রিকেটার বা দেশের কোনো অপমান আমরা বরদাশত করব না।’
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল আবারও স্পষ্ট করেছেন যে, ক্রিকেটারদের নিরাপত্তাই বোর্ডের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।তিনি সাফ জানিয়েছেন, ভারত থেকে ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য তারা আইসিসি-র কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে এখনো আনুষ্ঠানিক কোনো জবাব দেয়নি আইসিসি।
যদিও বিসিবির প্রথম পছন্দ শ্রীলঙ্কা, তবে পাকিস্তান বোর্ড জানিয়েছে তাদের সব ভেন্যু বিশ্বমানের ইভেন্টের জন্য প্রস্তুত। এখন বল আইসিসির কোর্টে। ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।
বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে থাকা বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর ৯ ও ১৪ ফেব্রুয়ারি একই মাঠে ইতালি ও ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা টাইগারদের। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে।