26.4 C
Khulna
Monday, July 7, 2025

১৩ ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সরকার পতনের পর ভেঙে পড়ে পুলিশ বাহিনী, ১৩ ঊর্ধ্বতন কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ বাহিনীর মধ্যে বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। বহু পুলিশ সদস্য দায়িত্বে যোগ দিলেও অল্প সময়ের মধ্যে কর্মস্থল থেকে গায়েব হয়ে যান। কেউ ছুটি নিয়ে অনুপস্থিত রয়েছেন, আবার কেউ ছুটি না নিয়েই হঠাৎ কর্মস্থল ত্যাগ করেন। দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এমনই ১৩ জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

রোববার (২৯ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে প্রকাশিত ১৩টি পৃথক প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জানানো হয়। এসব প্রজ্ঞাপনে ২৬ জুন স্বাক্ষর করেন উপসচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপন অনুযায়ী বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন সহকারী পুলিশ সুপার।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন:

১. মোহাম্মদ ছানোয়ার হোসেন, সাবেক পুলিশ সুপার (এটিইউ), বর্তমানে বরিশাল রেঞ্জে সংযুক্ত। ১ জানুয়ারি থেকে অনুমতি ছাড়া অনুপস্থিত।
২. মো. শাহজাহান, সাবেক পুলিশ সুপার (রংপুর), বর্তমানে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত। ১৬ জানুয়ারি থেকে অনুপস্থিত।
৩. গোলাম মোস্তফা রাসেল, সাবেক পুলিশ সুপার (নারায়ণগঞ্জ), বর্তমানে বরিশাল রেঞ্জে সংযুক্ত। ১ জানুয়ারি থেকে কর্মস্থলে অনুপস্থিত।
4. এস এম জাহাঙ্গীর হাছান, অতিরিক্ত পুলিশ সুপার (নৌ পুলিশ)। ১৫ দিনের চিকিৎসা ছুটি শেষে অনুপস্থিত থাকায় এবং বিদেশে অবস্থান করায় বরখাস্ত।
৫. শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাবেক এডিসি (রমনা), বর্তমানে সিলেট ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত। ২৬ জানুয়ারি থেকে অনুপস্থিত।
৬. এস এম শামীম, সাবেক এডিসি (ডিএমপি)। ১৮ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনুপস্থিত।
৭. ইফতেখায়রুল ইসলাম, সাবেক এডিসি (ডিএমপি), বর্তমানে কক্সবাজার এপিবিএনে সংযুক্ত। ১৬ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
৮. মিশু বিশ্বাস, সাবেক এডিসি (ডিএমপি ডিবি), বর্তমানে জামালপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত। ২৬ অক্টোবর ২০২৩ থেকে অনুপস্থিত।
৯. হাসানুজ্জামান মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার (রাঙামাটি এপিবিএন)। ২ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত।
১০. রুবাইয়াত জামান, সাবেক এডিসি (তেজগাঁও), বর্তমানে সুনামগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত। ২৯ জানুয়ারি থেকে অনুপস্থিত।
১১. মাসুদুর রহমান, বরিশাল র‍্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার। ১৩ নভেম্বর ২০২৩ থেকে অনুপস্থিত।
১২. মোহাম্মদ ইমরুল, সহকারী পুলিশ সুপার (কক্সবাজার উখিয়া এপিবিএন)। ২৮ জানুয়ারি থেকে অনুপস্থিত।
১৩. মো. মাহমুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (রাজারবাগ পুলিশ টেলিকম ভবন)। ১৩ সেপ্টেম্বর ২০২৩ থেকে অনুপস্থিত।

সবাইকে সরকারি বিধিমালা অনুযায়ী পলায়নের অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অনেকের বিরুদ্ধেই বারবার নোটিশ পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে সরকারি চাকরি বিধিমালার অধীনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ