Home রাজনীতি ৪৭,৭১,২৪’- প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা অপরিসীম: নাসির

৪৭,৭১,২৪’- প্রতিটি ঐতিহাসিক মুহূর্তে আলেমদের ভূমিকা অপরিসীম: নাসির

0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত—সাতচল্লিশ, একাত্তর কিংবা চব্বিশ—সব ক্ষেত্রেই আলেম সমাজের অবদান ছিল অসামান্য। এই দেশপ্রেমিক শক্তিকে নতুন বাংলাদেশ গঠনে কার্যকরভাবে সম্পৃক্ত করা জরুরি।

শনিবার (১২ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

নাসির উদ্দীন পাটোয়ারী লেখেন—

“সাতচল্লিশ, একাত্তর ও চব্বিশ—প্রতিটি সন্ধিক্ষণে আলেম সমাজের ভূমিকা ছিল অপরিসীম। তারা এ জাতির এক অমূল্য সম্পদ। নতুন বাংলাদেশের রূপরেখা তৈরিতে আলেমদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও নীতিনির্ধারণসহ সংস্কৃতি ও অর্থনীতির ক্ষেত্রেও তাদের অবদান রাখার সুযোগ তৈরি করতে হবে।

আরবী ভাষায় পারদর্শী এই জনগোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা মধ্যপ্রাচ্যের বড় বাজারগুলোতে প্রবেশে পিছিয়ে আছি। এই ব্যবধান ঘোচাতে আলেম সমাজের দক্ষতা কাজে লাগাতে হবে। দেশের প্রতিটি গ্রাম ও মহল্লায় মসজিদভিত্তিক সমাজ ব্যবস্থার সঙ্গে তাদের যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, তা ভবিষ্যতের রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

‘জুলাই পদযাত্রা’তে আমরা দেশজুড়ে মানুষের মনের কথা শুনছি। আমাদের ইশতেহারে আলেম, নারী, শ্রমিক, কুলি-মজুর—সব শ্রেণি-পেশার মানুষের কথা উঠে আসবে।”

Exit mobile version