Home রাজনীতি দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না: রিজভী

দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না: রিজভী

0

“দুই-একটা ককটেল ফাটিয়ে বিএনপিকে ভয় দেখানো যাবে না। রাষ্ট্রের গভীর স্তর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে”—এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১২ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “অনেক ঘটনার পেছনে রাষ্ট্রের গভীর কোনো পরিকল্পনা কাজ করছে বলে আমরা মনে করি। অস্থিরতা ছড়িয়ে পানি ঘোলা করে লাভ হবে না। জাতীয়তাবাদী শক্তিকে ভয় দেখিয়ে কিংবা দমন করে নিশ্চিহ্ন করা যাবে না। হাসিনা গত ১৬ বছরেও তা পারেনি। চোরের মতো ককটেল ফাটিয়ে লাভ হবে না—এটা তাদের রাজনৈতিক সংস্কৃতি।”

তিনি আরও বলেন, “কারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তা আমরা সরাসরি না দেখলেও অনুমান করতে পারছি। জনগণও বোঝে—এই নাটকের পেছনে কারা রয়েছে।”

এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Exit mobile version