25.7 C
Khulna
Tuesday, July 15, 2025

জগন্নাথ হল থেকে পড়ে প্রাণ হারালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র

ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু, আত্মহত্যার ইঙ্গিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ১০ তলার ছাদ থেকে পড়ে সঞ্জয় বাড়াইক (সাঞ্জু) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সঞ্জয় বাড়াইক নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। হলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রবিবার গভীর রাতে তিনি ছাদে যান এবং প্রায় দেড় ঘণ্টা সেখানেই অবস্থান করেন। পরে ভোর ৫টা ৩৬ মিনিটে ছাদ থেকে লাফ দেন বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার কয়েক ঘণ্টা আগে, রাত ১২টা ৮ মিনিটে নিজের ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে সঞ্জয় ক্ষমা চান। সেখানে তিনি লেখেন:

> “আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি। উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি। আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী… আমি দিনের পর দিন অন্যায় করেছি…”

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন,

> “সকালে পরিচ্ছন্নতাকর্মীরা কাজে এসে বিকট শব্দ শুনে এগিয়ে যান এবং একজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

হলের কর্মচারী মানিক কুমার দাস জানান,

> “দারোয়ান খবর দিলে আমরা কয়েকজন মিলে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।”

প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে করা হলেও, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ