31.4 C
Khulna
Thursday, August 14, 2025

খুলনায় বিষমদে ৫ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক

খুলনায় বিষাক্ত মদ পানে ৫ জনের মৃত্যু, হোমিও চিকিৎসক আটক

খুলনায় ঘরে তৈরি বিষাক্ত দেশি মদ পানে পাঁচজনের মৃত্যুর পর শেখ মোসলেম আলি (৭৮) নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে নগরীর রায়ের মহল এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

মোসলেম আলি ‘মাতৃশোধন হোমিও ফার্মাসি’ নামে একটি ওষুধের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে বাড়িতে বসে এলকোলি, ঘুমের ওষুধ ও চুনের পানি মিশিয়ে দেশি মদ তৈরি করতেন বলে জানায় পুলিশ।

পুলিশ জানায়, নগরীর বয়রা এলাকার কয়েকজন ব্যক্তি মোসলেম আলির তৈরি মদ পান করেন। কিছু সময় পরই তারা অসুস্থ হয়ে পড়েন এবং খুলনা মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

শুক্রবার রাতে প্রথমে তোতা মিয়া (৬০) নামের এক ব্যক্তি মারা যান। পরদিন শনিবার মারা যান আরও চারজন—বয়রা সেরের বাজার মোড়ের আব্দুর রবের ছেলে আফরোজ হোসেন বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার আব্দুস সামাদের ছেলে সাহাবুদ্দিন সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং আজিবর হোসেন (৫৯)।

মৃতদের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় গুরুতর অসুস্থ অবস্থায় আরও একজন খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ