31.4 C
Khulna
Thursday, August 14, 2025

জামায়াত আমিরের অসুস্থতায় ‘উদ্বিগ্ন’ তারেক রহমান

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) বিকেলে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর সমাবেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বক্তব্য চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করে খোঁজখবর নেন এবং জামায়াত আমিরের দ্রুত সুস্থতা কামনা করেন।

রাত সাড়ে ৮টার দিকে মির্জা ফখরুল দলের স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। শফিকুর রহমানের শয্যার পাশে বসে তিনি কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ নেন।

এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরও উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব জানান, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আপনার অসুস্থতায় ভীষণ উদ্বিগ্ন। তিনি আমাকে ফোন করে আপনার খোঁজ নিতে বলেছেন এবং আপনার সুস্থতা কামনা করেছেন।” জবাবে জামায়াত আমির বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমার সালাম জানাবেন।”
ঘটনার একটি ভিডিও বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ