25.9 C
Khulna
Friday, July 11, 2025

দ্বিতীয় স্থানে রয়েছে যশোর শিক্ষা বোর্ড ।। কোন বোর্ডে পাসের হার কত?

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার আগে দেশের সব শিক্ষা বোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনের মাধ্যমে ফল জানতে পারে।

পাসের হারে রাজশাহী শিক্ষা বোর্ড শীর্ষে রয়েছে, যেখানে পাসের হার ৭৭.৬৩ শতাংশ। দ্বিতীয় স্থানে আছে যশোর বোর্ড, যার পাসের হার ৭৩.৬৯ শতাংশ। অন্যান্য বোর্ডের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৭৩.৬৩ শতাংশ, চট্টগ্রামে ৭২.০৭ শতাংশ, সিলেটে ৬৮.৫৭ শতাংশ, মাদ্রাসায় ৬৮.০৯ শতাংশ, ঢাকায় ৬৭.৫১ শতাংশ, দিনাজপুরে ৬৭.০৩ শতাংশ, কুমিল্লায় ৬৩.৬০ শতাংশ, ময়মনসিংহে ৫৮.২২ শতাংশ এবং বরিশালে ৫৬.৩৮ শতাংশ।

এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে ২ হাজার ২৯১টি কেন্দ্রে এবং অংশগ্রহণ করেছে ১৮ হাজার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠান।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিল ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এদের মধ্যে ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। মাদ্রাসা বোর্ডের অধীনে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে ৭২৫টি কেন্দ্রে, যেখানে অংশ নিয়েছে ৯ হাজার ৬৩টি প্রতিষ্ঠান।

অন্যদিকে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ