কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ছাত্র-জনতা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, থানা প্রাঙ্গণ প্রদক্ষিণ করে আবার গোলচত্বরে এসে শেষ হয়।
এর আগে বিকেল ৩টা থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাধারণ জনগণ গোলচত্বরে জড়ো হতে থাকেন। তারা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে স্লোগান দেন।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, উপদেষ্টা আসিফ মাহমুদের পিতা বিল্লাল হোসেন মাস্টার দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্মে জড়িত। তার বিরুদ্ধে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে, যিনি এখন ভয়ে নিজ বাড়িতে ফিরতে পারছেন না। এছাড়া সংখ্যালঘুদের জমি দখল, মিথ্যা মামলা, এবং পুলিশের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করার ঘটনাও তুলে ধরা হয়।
বিক্ষোভকারীরা দাবি করেন, এসব কর্মকাণ্ডে উপদেষ্টা আসিফ মাহমুদ প্রশ্রয় দিচ্ছেন, যার ফলে তার পিতা বেপরোয়া হয়ে উঠেছেন। তারা দাবি করেন, মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডারের প্রধান অভিযুক্ত শিমুল বিল্লালও আসিফ মাহমুদের পিতার আশ্রয়ে রয়েছেন, যার ফলে আইন-শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করছে না।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা হিন্দু পরিষদের দুলাল দেবনাথ, মুরাদনগর ছাত্র বৈষম্যের বিপ্লবী কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম নাহিদ, সদস্য এনামুল হক, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, শরীফুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক ফাহাদ হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে আসিফ মাহমুদের পদত্যাগ এবং সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।