মাদুরোর মতোই একইভাবে ট্রাম্পকে আটক করা উচিত: ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬

  • শেয়ার করুন

ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও চিন্তাবিদ হাসান রহিমপুর আজঘাদি বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে আটক করা হয়েছিলো, ঠিক তেমনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আটক করা উচিত।
আজঘাদির বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনালের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের খামখেয়ালি পদক্ষেপ নিয়ে বিশ্বনেতারা নীরব। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে সরব ট্রাম্প, যা মোটেও কাম্য নয়।

ইরানের শীর্ষ এই সরকারি কর্মকর্তা মনে করেন, ক্ষমতায় থাকাকালীন অবস্থায় কিংবা শাসনকাল শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আটক করে বিচারের আওতায় আনা আবশ্যক।
তার এই মন্তব্য এসেছে এমন এক সময়ে যখন ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে এবং ওয়াশিংটনের সমর্থন ও ক্ষোভ নিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।

গতকাল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ১৯৭৯ সালে যেভাবে ইরানে রাজতন্ত্রের পতন হয়েছিল, একইভাবে ‘অহংকারী’ ট্রাম্পও ‘পতনের মুখে পড়বেন’।

এছাড়াও ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ট্রাম্পের উচিত নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়া।’
খামেনি বলেন, কিছু উসকানিদাতা সরকারি সম্পদ ধ্বংস করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে খুশি করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, শত শত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। যারা এই রাষ্ট্রকে ধ্বংস করতে চায়, তাদের কাছে কখনো মাথানত করা হবে না ইরান বলে হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরানের নিরাপত্তা বাহিনী যদি বিক্ষোভকারীদের হত্যা করে, তাহলে দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাল্টাপাল্টি এসব বক্তব্যে নতুন করে উত্তেজনা বাড়ছে ওয়াশিংটন-তেহরান সম্পর্কে।

  • শেয়ার করুন