খুলনায় গুলিতে যুবক নিহত

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তের গুলিতে আব্দুল রাশেদ বিকুল নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।নিহত বিকুল খুলনার মহানগরীর দৌলতপুর মহেশ্বরপাশা পশ্চিমপাগার আব্দুল আওয়ালের ছেলে।জানা গেছে, রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা এলাকায় শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা তিনটি গুলি ছুড়ে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় গুলিবিদ্ধ বিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিজেদের গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে বলে ধারণা পুলিশের।

  • শেয়ার করুন