26.7 C
Khulna
Thursday, July 17, 2025

কোনোভাবেই পিআর পদ্ধতি চায় না বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

বিএনপি স্পষ্টভাবে জানিয়েছে, তারা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চায় না। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ (পার্লামেন্ট) গঠনের বিষয়েও রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো ঐকমত্য হয়নি।

মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি জানান, বৈঠকে তিনটি বিষয়ের মধ্যে দুটি নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা। অধিকাংশ রাজনৈতিক দল এই কাঠামোর পক্ষে থাকলেও, উচ্চকক্ষের গঠন ও কার্যক্রম নিয়ে ভিন্নমত দেখা গেছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা আগের অবস্থানে আছি। ৩১ দফার আলোকে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব দিয়েছিলাম। আমাদের প্রস্তাবে উচ্চকক্ষে দেশের বিশিষ্টজন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে। আমরা মনে করি, ওই উচ্চকক্ষে ১০০টি আসন থাকা উচিত।”

তিনি আরও জানান, দীর্ঘ আলোচনা সত্ত্বেও অনেক দল এখনো দ্বিকক্ষ পার্লামেন্টের বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এমনকি কিছু রাজনৈতিক দল এই কাঠামোর প্রয়োজনীয়তাই স্বীকার করে না।

পিআর পদ্ধতি নিয়ে বিএনপির অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ সোজাসাপ্টা বলেন, “আমরা আগেই বলেছি— বিএনপি প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি চায় না।”

এছাড়া বৈঠকে সংবিধান সংশোধন নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ