28.3 C
Khulna
Wednesday, September 10, 2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ৩৮তম নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয় এবং উপস্থিত সবার সামনে সিলগালা করে দেওয়া হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট বাক্স সিলগালা করেন। তিনি বলেন, “আপনারা দেখেছেন, ব্যালট বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। কেন্দ্রীয় সংসদের জন্য বড় বাক্স এবং হল সংসদের জন্য ছোট বাক্স ব্যবহার করা হবে। ভোট গণনার সময়ও সবার উপস্থিতিতে বাক্স খোলা হবে।”

সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল ও স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিচ্ছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৯১৫ জন এবং ছাত্রী ১৮ হাজার ৯৫৯ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী প্রার্থী।

হল সংসদের ১৮টি হলে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। এর মধ্যে ১৩টি ছাত্র হলে প্রার্থী ৮৫০ জন এবং ৫টি ছাত্রী হলে প্রার্থী ১৮৫ জন।

প্রতিটি ভোটারকে কেন্দ্রীয় সংসদের ২৮টি ও হল সংসদের ১৩টি পদে ভোট দিতে হবে, অর্থাৎ মোট ৪১টি পদে। ভোট গ্রহণ হচ্ছে ওএমআর ফরমে ছয় পাতার ব্যালটে। ভোট শেষে ৮টি কেন্দ্রে স্থাপিত ১৪টি গণনা মেশিনে ফলাফল গণনা করা হবে। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

এবারের নির্বাচনে প্রার্থী তালিকায় রয়েছে ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্র আন্দোলন, বামজোটসহ বিভিন্ন সংগঠন ও স্বতন্ত্র প্রার্থী। ভিপি, জিএসসহ একাধিক পদে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও লড়ছেন।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ