রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯)–কে পাথর মেরে নৃশংসভাবে হত্যার ঘটনায় সারাদেশে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দিনে-দুপুরে প্রকাশ্যে সংঘটিত এই ভয়াবহ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দৃশ্যমান নির্মমতার বিরুদ্ধে প্রতিবাদে ফেটে পড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজপথে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
হত্যাকাণ্ডের পেছনে বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ এনে দলটির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়। এমনকি বিক্ষোভকারীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়।
এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবিকে অবমাননার ভিডিও। ভিডিওটি ঘিরে শুরু হয় নতুন করে বিতর্ক ও প্রতিক্রিয়া।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল।
শনিবার (১২ জুলাই) নিজের ফেসবুক পেজে ‘ব্যতিক্রমী সেক্টর কমান্ডার’ শিরোনামে জিয়াউর রহমানকে নিয়ে পূর্বে লেখা একটি পোস্ট পুনরায় শেয়ার করে তিনি লিখেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার প্রিয় ব্যক্তিত্ব। আওয়ামী লীগ আমলে যখনই তাকে ছোট করার চেষ্টা হতো, আমি এই লেখাটি দিতাম। এখন আওয়ামী লীগ বিদায় নিয়েছে। কখনো ভাবিনি, এরপরও আবার আমাকে এই লেখাটা দিতে হবে।”