আলোচিত নেত্রী নিলা ইসরাফিল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সকল ধরনের সম্পর্ক ছিন্ন করেছেন। দলটির অভ্যন্তরে অপরাধীদের বিচার না হওয়া এবং নারী নিপীড়নের ঘটনায় নীরবতা বজায় রাখার অভিযোগ তুলে সোমবার (আজ) নিজের ফেসবুক পোস্টে দলত্যাগের ঘোষণা দেন তিনি।
নিলা লেখেন, “আমি নৈতিকতা বেছে নিচ্ছি, দুর্বৃত্ত রাজনীতি নয়। এনসিপি এমন একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীর বিচার হয় না। একজন নারীকে হেনস্তার পরেও যখন অপরাধীর পক্ষেই নীরবতা পালন করা হয়, তখন সেখানে এক মুহূর্তও থাকা সম্ভব নয়।”
তিনি আরও অভিযোগ করেন, “একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংসের চেষ্টা করা হয়েছে। অথচ যিনি এসব করেছেন, তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তিনি দলীয় আশ্রয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যে দল অন্যায়কে প্রশ্রয় দেয়, সে দল আর কোনো ন্যায়ের প্রতিনিধিত্ব করে না।”
সবশেষে নিলা ইসরাফিল ঘোষণা করেন, “আমি আজ, এখন থেকেই এনসিপির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি দান করলাম। আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও কখনো পিছপা হব না।”