26.7 C
Khulna
Wednesday, July 30, 2025

ইরানে আবারও হামলা চালিয়ে খামেনিকে হত্যার হুমকি

ইরানকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকিও দিয়েছেন।

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমান ঘাঁটি পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ-এ প্রকাশিত এক বক্তব্যে কাটজ বলেন,
“আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে একটি সরাসরি বার্তা দিতে চাই: যদি ইসরায়েলকে হুমকি দেওয়া আপনি বন্ধ না করেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে—এবার আরও শক্তিশালীভাবে। এবার আপনি নিজেও লক্ষ্যবস্তু হবেন।”

তবে ইসরায়েলি এই মন্তব্যের জবাবে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এর জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। দুই দেশের মধ্যে এই সংঘাত টানা ১২ দিন স্থায়ী হয়। সংঘাতের দশম দিনে ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নামে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ