খুলনার লবণচরা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেডসহ এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো. কামরুজ্জামান টুকু (৪৮)। তিনি মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং খুলনা সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের হাজি মালিক কবরস্থান এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে আগে থেকেই অন্তত পাঁচটি মামলা রয়েছে।
অভিযানে উদ্ধার করা হয়—
একটি দেশীয় শর্টগান
নয় রাউন্ড কার্তুস
একটি স্মোক গ্রেনেড
অভিযান শেষে আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।